বিডি ল নিউজঃ বাংলাদেশ জাতীয় দলের সেরা পেইসারদের মধ্যে একজন প্লেয়ার হলের পেইসার রুবেল হোসেন। টাইগার্সদের যে চারজন হ্যাট্রিকধারি আছে সেইগুলার মধ্যে রুবেলের হ্যাট্রিক হলো অন্যতম। বিশ্বকাপ ১৫ সদ্যসের স্কোয়ার্ডেও জায়গা করে নিয়েছিলেন নিজের যোগ্যতা দিয়ে। আইসিসি ক্রিকেট বিশ্বকাপের আগে বাংলাদেশ দলের অন্যতম সেরা পেসার রুবেল হোসেনকে জেলে পাঠানোয় চিন্তায় পড়ে গেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ বৃহস্পতিবার চিত্রনায়িকা নাজনীন আক্তার হ্যাপির ধর্ষণ মামলায় জাতীয় দলের পেসার রুবেল হোসেনের জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠিয়েছেন আদালত। রুবেলের বিষয়ে জানতে চাইলে বিসিবির প্রধান নির্বাহী কর্মকতা নিজাম উদ্দিন চৌধুরী সুজন বলেন, যেহেতু বিষয়টা আদালতের, তাই এখানে আমাদের (বিসিবির) করার কিছুই নেই। কারও ব্যক্তিগত স্পর্শকাতর বিষয়ে বিসিবির কী করার আছে? আমরা বিষয়টা এইমাত্র শুনলাম। তার (রুবেল) বিষয়ে বিসিবিতে আলোচনা হবে। তারপর একটা সিদ্ধান্ত নেয়া হবে।
ফেব্রুয়ারিতে শুরু হতে চলা ২০১৫ বিশ্বকাপের ১৫ সদস্যের সংক্ষিপ্ত দলে রয়েছেন রুবেল। কিন্তু বিশ্বকাপ শুরুর মাস দেড়েক আগে তাকে জেলহাজতে পাঠানো হলো। বিষয়টি নিয়ে বিসিবির ভাষ্য, আদালত যে সিদ্ধান্ত নেবে সেটাই সঠিক। সেক্ষেত্রে রুবেল জামিন না পেলে বিশ্বকাপে তার বিকল্প চিন্তা ভাবনা করবে বিসিবি। নিজাম উদ্দিন চৌধুরী আরো বলেন, আসলে রুবেলের বিষয়ে এখনই বিস্তারিত মন্তব্য করা ঠিক হবে না। এজন্য বিসিবি খুব তাড়াতাড়ি একটা সিদ্ধান্ত নেবে। এদিকে প্রধান নির্বাচক ফারুক আহমেদ বলেন, রুবেলের বিষয়ে বিসিবি সিদ্ধান্ত নেবে। বিসিবি সিদ্ধান্ত নিলেই আমরা বিকল্প চিন্তা করবো। আসলে এ বিষয়ে নির্বাচকদের তো কিছুই করার নেই। বিষয়টা বিসিবির।




Discussion about this post