বিডি ল নিউজঃ শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জের ঢাকা-সিলেট মহাসড়কে কর্ণগোপ এলাকায় ট্রাকের চাপায় সিএনজিচালিত অটোরিকশায় থাকা শিশুসহ চার যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।
নিহতদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন— আব্দুল কাদের মিয়া (৬৫), গৃহবধূ সুইটি বেগম (২২) ও তার ছেলে লিমন (২)। তারা সবাই কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার কান্দাইল এলাকার বাসিন্দা। এ ছাড়া ওই অটোরিকশার চালকও এ ঘটনায় নিহত হয়েছেন। তার পরিচয় পাওয়া যায়নি।
আহতরা হলেন আকলিমা বেগম (২২) ও শিশু শরীফ মিয়া। তাদের মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) মাহমুদুল ইসলাম জানান, শুক্রবার সকালে অটোরিকশাটি যাত্রী নিয়ে তাদের গ্রামের বাড়ি যাওয়ার উদ্দেশে ভুলতার দিকে যাচ্ছিল। এমন সময় অপরদিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক চাপা দিলে ঘটনাস্থলে তিনজন মারা যান। আর হাসপাতালে নেওয়ার সময় একজনের মৃত্যু হয়।
Discussion about this post