নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে দুর্বৃত্তরা বিউটি আক্তার কুট্টি নামে এক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা করেছে। বিউটি আক্তার কায়েতপাড়া ইউনিয়নের ৭,৮,৯ নং ওয়ার্ডের মহিলা ইউপি সদস্য ছিলেন।
বুধবার (২৬ জুন) সকালে উপজেলার পশ্চিমগাঁও এলাকায় এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। নিহত বিউটি আক্তার কুট্টি উপজেলার পশ্চিমগাঁও এলাকার মৃত হাসান মুহুরীর স্ত্রী।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের ন্যায় বুধবার সকালে বিউটি আক্তার চঁনপাড়া থেকে পশ্চিমগাঁও এলাকার দিকে হাঁটতে বের হন। হাঁটা পথে পশ্চিমগাঁও এলাকায় পৌঁছালে একদল দুর্বৃত্ত তার উপর হামলা চালায়। এ সময় তাকে এলোপাতাড়িভাবে কুপিয়ে হত্যা করে হামলাকারীরা।
খবর পেয়ে ঘটনাস্থলে এসে বিউটি বেগমের রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ।
হামলায় বিউটি আক্তারের মৃত্যুর ঘটনা নিশ্চিত করেছেন রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান।
Discussion about this post