রাজধানীর সবচেয়ে বড় পশুর হাট গাবতলীতে ইজারাদারদের অতিরিক্ত খাজনা আদায় বন্ধের দাবিতে আগামীকাল রোববার (১৯ জুন) ধর্মঘট পালনের ঘোষণা দিয়েছেন ঢাকার মাংস ব্যবসায়ীরা। এ দিন সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত রাজধানীর সব মাংসের দোকান বন্ধ রেখে এই ধর্মঘট পালন করবেন মাংস ব্যবসায়ীরা।
শনিবার (১৮ জুন) বাংলাদেশ মাংস ব্যবসায়ী সমিতির মহাসচিব রবিউল আলম ধর্মঘটের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘পুরান ঢাকার হাজারীবাগ জবাইখানায় বাংলাদেশ মাংস ব্যবসায়ী সমিতি ও ঢাকা মেট্রোপলিটন মাংস ব্যবসায়ী সমিতির এক যৌথসভায় ধর্মঘটের এ সিদ্ধান্ত নেয়া হয়।’
তিনি অভিযোগ করে আরও বলেন, ‘গাবতলীতে ইজারাদারের দুর্ব্যবহার ও অতিরিক্ত খাজনা আদায়ের কারণে সাধারণ মাংস ব্যবসায়ীরা অতিষ্ঠ হয়ে পড়েছেন। মাংস ব্যবসায়ীদের জন্য সরকার নির্ধারিত গরু প্রতি ৫০ টাকা খাজনা আদায়ের নিয়ম থাকলে ইজারাদাররা তাদের ইচ্ছামত খাজনার রাখছে। এত করে মাংস ব্যবসায় আর্থিক ক্ষতির সম্মুখিন হচ্ছে।’
বিষয়টি ঢাকা উত্তর সিটি করপোরেশনকে জানালেও কোনও ব্যবস্থা নেয়া হয়নি। এ কারণে রোববার ঢাকায় মাংস বিক্রি বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। দাবি পূরণ না হলে ঈদের পর লাগাতার ধর্মঘট পালন করা হবে বলে জানিয়েছে রবিউল আলম।
বাংলাদেশ মাংস ব্যবসায়ী সমিতি ও ঢাকা মেট্রোপলিটন মাংস ব্যবসায়ী সমিতির যৌথসভায় উপস্থিত ছিলেন- বাংলাদেশ মাংস ব্যবসায়ী সমিতির সভাপতি গোলাম মর্তুজা মন্টু, মহাসচিব রবিউল আলম, ঢাকা মেট্রোপলিটন মাংস ব্যবসায়ী সমিতির কার্যকরী সভাপতি কাজী আনোয়ার হোসেন প্রমুখ।




Discussion about this post