বিডি ল নিউজঃ রোহিত শর্মার ব্যাটে ঝড় দেখেছিল বেঙ্গালুরু, ইডেন। আর দেখেছিলেন ক্রিস্টোফার গেইলও। জোড়া দ্বিশতরানের মালিককে দেখেই অনুপ্রাণিত হয়েছিলেন তিনি। নিজের ব্যাটেও ঝড় তুলে দুশো রানের গণ্ডি ছোঁয়ার স্বপ্ন দেখেছিলেন। সেই স্বপ্ন সফল হল একেবারে বিশ্বকাপের মতো আসরে। বিশ্বকাপে তিনিই একমাত্র ব্যাটসম্যান হিসেবে ডাবল সেঞ্চুরির মালিক। ভারতীয় ক্রিকেটারদের বাইরে এই প্রথম কোনও ব্যাটসম্যান একদিনের ক্রিকেটে দ্বিশতরান করলেন। তাঁর বিধ্বংসী ইনিংসে ভর করেই ওয়েস্ট ইন্ডিজ এবারে বিশ্বকাপে দ্বিতীয় জয় পেল। ওয়েস্ট ইন্ডিজের ৩৭২ রান তাড়া করতে নেমে ৪৪.৩ ওভারে ২৮৯ রানে অল আউট হয়ে যায় জিম্বাবোয়ে।
ম্যাচের শেষে গেইল বলেছেন, রোহিতের জোড়া দ্বিশতরানই ছিল তাঁর অনুপ্রেরণা। মানুকা ওভালে নয়া কীর্তি গড়ে গেইল বলেছেন, একদিনের ক্রিকেটে প্রথম ডাবল সেঞ্চুরি পেয়ে খুব খুশি আমি। রোহিত জোড়া ডাবল করার পর থেকেই আমিও একটা ডাবলের স্বপ্ন দেখতে শুরু করি। উল্লেখ্য, রোহিত একমাত্র ব্যাটসম্যান যাঁর জোড়া দ্বিশতরান রয়েছে।
সূত্রঃ এবিপি আনন্দ




Discussion about this post