নিজস্ব প্রতিবেদক: নরসিংদীর পাঁচদোনা এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ১২০ টি সোনার বারসহ ছয়জনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। র্যাবের দাবি এই ছয় যাত্রী সোনা চোরাকারবারী।
আজ সোমবার সকালে র্যাব সদর দপ্তরের মিডিয়া শাখার সহকারি পরিচালক এ এসপি মিজানুর রহমান সাংবাদিদকের জানান, ১২০ টি সোনার বারের ওজন ১৪ কেজি এবং এগুলোর আনুমানিক দাম ছয় কোটি টাকা।
এ ব্যাপারে বেলা ১১ টায় রাজধানীর কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সেখানেই এ বিষয়ে অন্যান্য তথ্য জানানো হবে বলে জানান তিনি।
Discussion about this post