নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরা, বারিধারা ও বসুন্ধরা এলাকাসহ বিভিন্ন স্থান থেকে ‘আন্তর্জাতিক অনলাইন প্রতারক’ চক্রের ১৫ বিদেশি সদস্যকে আটকের তথ্য জানিয়েছে র্যাব। বিভিন্ন অপরাধে এর আগেও বিদেশি নাগরিকদের আটক করেছে র্যাব।
বুধবার দিনগত রাতে অভিযানে তাদের আটক করা হয়।
র্যাবের লিগ্যাল ও মিডিয়া উইংয়ের পরিচালক মুফতি মাহমুদ খান বলেন, এক বিশেষ অভিযানে তাদের আটক করা হয়। বিদেশিরা ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে অভিনব কায়দায় প্রতরণার ও অর্থ আত্মসাৎ করত।
দুপুরে আটকদের বিষয়ে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবেও জানান তিনি।




Discussion about this post