লক্ষ্মীপুরে জুয়ার আসর থেকে আটক নয় জুয়াড়িকে ৭ দিন করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (৯ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নুরুজ্জামন এ রায় দেন।
এরআগে রাত ৯টার দিকে শহরের বাগবাড়ি এলাকায় জুয়া খেলার সময় গোয়েন্দা (ডিবি) পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে।
দণ্ডপ্রাপ্তরা হলেন, লক্ষ্মীপুর পৌরসভার বাঞ্চানগর এলাকার বাসিন্দা আবুল বাশার (৪০), মাহবুবুর রহমান (৪০), মো. সবুজ (৪০), মাহফুজুর রহমান (৪০), নুর আলম (৩৯), আবদুল মালেক (৪৫), শাহাদাত হোসেন (৪৫), সমসেরাবাদ এলাকার রুহুল আমিন (৫০) ও রায়পুর উপজেলার দক্ষিণ রায়পুর গ্রামের ইসমাইল হোসেন (৩৮)।
লক্ষ্মীপুর গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশের সহকারী উপ পরিদর্শক (এএসআই) রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Discussion about this post