হত্যা, ধর্ষণ, ও ডাকাতিসহ গত ৯ মাসে দেয় হাজারেরও বেশি মামলা নিষ্পত্তি হয়েছে লক্ষ্মীপুর আদালতে। এর মধ্যে বিভিন্ন মামলায় ২১ আসামির ফাঁসি, ৩৪ জনের যাবজ্জিবন ও বেশ কিছু আসামির বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে আদালত।
বিচারাধীন মামলার রায়গুলো দ্রুত বাস্তবায়ন হওয়ায় বিচার বিভাগের প্রতি সাধারণ মানুষের অস্থা বেড়েছে বলে মত শংশ্লিষ্টদের। দ্রুত মামলা নিষ্পত্তি হওয়ায় খুশি মামলার বাদী আইনজীবীসহ শংশ্লিষ্টরা।
লক্ষ্মীপুর জেলা ও দায়রা জজ আদালত সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে এই আদালতে মামলার জট ছিলো। কিন্তু গত ৯ মাস আগে ড. আবুল কাশেম লক্ষ্মীপুর জেলা ও দায়রা জজ আদালতে যোগদান করেন। এর পর থেকে বিচারকদের আন্তরিক প্রচেষ্টায় দ্রুত মামলা নিষ্পত্তি করা সম্ভব হয়েছে।
গত ৯ মাসে উল্লেখযোগ্য রায় গুলোর মধ্যে রয়েছে, কমলনগর উপজেলায় ২০১৪ সালের ২২ ডিসেম্বর রাতে ঘরের দরজা ভেঙ্গে ঘরের ভিতরে প্রবেশ করে ১০ বছরের মেয়ের সামনে গৃহবধূকে হাত-পা বেধে পলাক্রমে ধর্ষণ করার দায়ে ২০১৭ সালের ২৯ মার্চ ৪ জনের ফাঁসি, ২০১৫ সালের ৯ মার্চ দিবাগত রাতে কমলনগর উপজেলার উত্তর চর কাদিরা গ্রামে রাশেদা আক্তারকে তার স্বামী সুমন গলা কেটে হত্যা করার দায়ে ১৩ মার্চ স্বামীর ফাঁসি, সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের রশিদপুর গ্রামে ২০১৩ সালের ১৮ সেপ্টেম্বর রাতে ঘরের বেড়া কেটে ঘরে প্রবেশ করে প্রবাসীর স্ত্রীকে জোরপূর্বক পাশবর্তী বাগানে নিয়ে গণধর্ষণের দায়ে ১১ এপ্রিল ৪ জনের ফাঁসি, পরকীয়া প্রেমের জের ধরে ২০০৮ সালের ২৭ সেপ্টেম্বর রাত দুইটার দিকে রামগঞ্জ উপজেলার শ্যামপুর গ্রামের ডা. ফেরদৌসী বেগমকে তার স্বামী ওসমান গনি ও ছোট বোন তাছলিমা আক্তার পরিকল্পিভাবে হত্যা করে বাড়ির পাশের পুকুরে লাশ ফেলে দেয়ার দায়ে ২৫ জানুয়ারি স্বামী ও বোনের যাবজ্জিবন।
এছাড়া ২০০৯ সালের ২৯ জুন লক্ষ্মীপুর সরকারী শিশু পরিবারের শিশু মো. মামুকে হত্যার দায়ে ২০১৬ সালের ১৬ নভেম্বরে নারীসহ ৩ জনের যাবজ্জীবন, সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের তালহাটি এলাকায় ১৯৯৬ সালের ২১সেপ্টেম্বর সকালে সুপারী পাড়াকে কেন্দ্র করে কৃষক সামছুল ইসলাকে হত্যার দায়ে ১৫ নভেম্বর ২ জনের যাবজ্জিবন, লক্ষ্মীপুর জেলার রামগতি থানার সবুজ গ্রামে ২০০৯ সালেন ২১ জানুয়ারী লোকমান হোসেনের উপর হামলা ও পরে চিকিৎসাধীন অবস্থায় ১০ ফেব্রুয়ারি মারা যাওয়ার ঘটনায় ২৮ সেপ্টেম্বর ১৬ জনের যাবজ্জিবন ও একই দিন ২০১৩ সালের ২৩ নভেম্বর লক্ষ্মীপুর পৌরসভার লামচরী গ্রামের মজিবুল হক তারই বড় ভাইয়ের স্ত্রী সুলতানা ফেরদৌস (১৮) কে দুপুরের খাওয়াকে কেন্দ্র করে রান্না ঘরেই দা দিয়ে জবাই করে হত্যার দায়ে দেবরের ফাঁসি ও ২০০৩ সালের ৮ মার্চ রাতে লক্ষ্মীপুর সদর উপজেলার তিতারকান্দি গ্রামের যুবদল কর্মী মাওলানা বাবর মিয়াকে হত্যার দায়ে ৩০ আগষ্ট আদালত ১১ জনকে ফাঁসির আদেশ দেন। বিচার প্রার্থীরা আশা করছেন, মামলার রায় গুলো দ্রুত বাস্তবায়ন হবে।
বর্তমানে এ আদালতে আরও ৪ হাজার ৪৪৮ মামলা বিচারাধীন রয়েছে। এই বিচারাধীন মামলার বিচার প্রার্থীরা আশা করছেন, বিচারাধীন মামলার রায়গুলো দ্রুত প্রদান করা হবে।
লক্ষ্মীপুর জজ আদালতের সরকারি কৌশলী (পিপি) এডভোকেট জসিম উদ্দিন বলেন, গত ৯ মাসে দেড় হাজারের ও বেশি মামলা নিষ্পত্তি হয়েছে। এতো অল্প সময়ের মধ্যে এতো বেশি মামলা নিষ্পত্তি হওয়ায় বিচার বিভাগের প্রতি সাধারণ মানুষের আস্থা বেড়েছে।
Discussion about this post