জিম্বাবোয়ে সফরের জন্য ভারতের দলের অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হয়েছিল সুরেশ রায়নাকে। কিন্তু শেষ মুহূর্তে আইপিএলের প্রাক্তন চেয়ারম্যান ললিত মোদীর ই-মেলই সব হিসেব বদলে দিল। রায়নাকে বিশ্রাম দিয়ে আজিঙ্কা রাহানেকে অধিনায়ক করা হয়। একটি সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। মোদীর চিঠিতে রায়নার নাম উঠে আসায় তাঁকে জিম্বাবোয়েগামী দলের অধিনায়ক করার বিষয়ে আপত্তি তোলেন বিসিসিআই-র এক সদস্য।
প্রতিবেদনে জানানো হয়েছে,আইসিসি-কে পাঠানো মোদীর ওই ই-মেল প্রকাশ্যে আসার পর বিসিসিআই কর্তারাও রায়নাকে দলে রাখতে আগ্রহী ছিলেন না। ওই ই-মেলে অভিযোগ করা হয়, রবীন্দ্র জাদেজা, ডোয়েন ব্র্যাভো এবং রায়না এক ভারতীয় রিয়েল এস্টেট ব্যবসায়ীর কাছে থেকে সুবিধা নিয়েছিলেন। জাতীয় নির্বাচকরা রায়নাকে অধিনায়ক হিসেবে বেছে নিয়েছিলেন। কিন্তু বিসিসিআইয়ের নির্দেশে সেই সিদ্ধান্ত বদলাতে হয়।যদিও এই খবরের সত্যতা অস্বীকার করেছে বিসিসিআই। বোর্ডের পক্ষ থেকে বলা হয়েছে, অন্য সিনিয়র খেলোয়াড়দের মতোই রায়নাকেও বিশ্রাম দেওয়া হয়েছিল।




Discussion about this post