
আলকায়দা প্রধান ওসমা বিন লাদেনের সম্পর্কে পাওয়া এই তথ্যে হতবাক মার্কিন গোয়েন্দারা। লাদেনের মৃতদেহের কাছ থেকে যে সমস্ত নথি উদ্ধার করা হয়েছিল তার মধ্যে পাওয়া গেছে বেশ কিছু সামগ্রী। যা থেকে গোয়েন্দারা নিশ্চিত ওসামা বিন লাদেন পর্নোগ্রাফিতে আসক্ত হয়ে পড়েছিলেন। বুধবার এমনই চাঞ্চল্যকর তথ্য ফাঁস করেছে আমেরিকার এক সংবাদপত্র।
২০১১ সালে লাদেনের গোপন আস্তানা থেকে কিছু নথি উদ্ধার করে মার্কিন সেনারাউ ওই অভিযানের সময়েই লাদেনের মৃত্যু হয়েছিল। যে নথি উদ্ধার হয়েছিল সেগুলি আরবি ভাষায় লেখা ছিল৷ সেখানে নথির পাশাপাশি বব বুডওয়ার্ড ও নোয়াম চোমস্কির মত লেখকদেরও বই মিলেছিল।
দ্য গার্ডিয়ানের মতে, সেখানে কিছু অশ্লীল সামগ্রী অর্থাৎ পর্নোগ্রাফিও উদ্ধার করা হয়েছিল৷ সেসময় মার্কিন সেনারা তা জানাননি। বিদেশী বই ও জঙ্গিদের বিবরণ ছাড়াও সেখানে কিছু নকশা ও অন্য সামগ্রীও উদ্ধার করা হয়।
মার্কিন প্রতিরক্ষা বিভাগের সদরদফতরের মতে, এই নথিগুলির সম্পর্কে জানানোর আগে সেগুলি কড়াভাবে পরীক্ষা করা হয়েছে। এরপরেও ২০১২ সালে তল্লাশি চালিয়ে কিছু নথি উদ্ধার করা হয়েছিল সেগুলি মার্কিন সেনা অ্যাকাডেমিতে পরীক্ষা করার পর জানানো হয়েছিল। সূত্র: কলকাতা২৪x৭ডটকম
Discussion about this post