১৭ মে উৎসবের পঞ্চম দিন দুপুরে কেইট ব্ল্যানচেট অভিনীত ‘ক্যারল’ দেখতে হাজির হয়েছিলেন ঐশ্বরিয়া। প্রসাধনী ব্র্যান্ড লরিয়েলের দূত হিসেবে যোগ উৎসবে দিয়েছেন তিনি।
পুঁতির কাজ করা সমুদ্রনীল পোশাকের সঙ্গে খোলা চুল, সবুজ কাজল এবং মেরুন রঙের লিপস্টিকে সেজেছিলেন ঐশ্বরিয়া। লাল গালিচায় হেঁটে, আলোকচিত্রীদের দিকে চুমু ছুড়ে, অন্যদের সঙ্গে সেলফি তুলে কানের দুপুর বেশ ব্যস্ততায় কেটেছে সাবেক এই বিশ্বসুন্দরীর। এই সময়ের গ্ল্যামারাস ঐশ্বরিয়াকে দেখলে কে বলবে, লাল গালিচায় পা রাখার আগের মুহূর্তটিতেও তিন বছরের মেয়ে আরাধিয়ার সঙ্গে খেলছিলেন তিনি।

লাল গালিচায় এটি প্রথম উপস্থিতি হলেও ঐশ্বরিয়া কান চলচ্চিত্র উৎসবে এসে পৌঁছেছেন তৃতীয় দিনেই। সেদিন ভারতীয় ডিজাইনার সব্যসাচী মুখার্জির একটি ফুলেল নকশার পোশাকে তিনি যোগ দেন লিঙ্গবৈষম্য বিষয়ক একটি আলোচনা সভায়।২০ মে আরও এক বার লাল গালিচায় হাঁটবেন ঐশ্ব্রিরিয়া। সেদিন নিজের ফিরে আসার সিনেমা ‘জাযবা’র প্রথম ঝলক প্রকাশ করবেন তিনি। পরের দিনই দাতব্য অনুষ্ঠান অ্যামফার গালায় তিনি যোগ দেবেন স্বামী অভিষেক বচ্চনের সঙ্গে। আর এর মাধ্যমেই শেষ হবে এবারের উৎসবে ঐশ্বরিয়ার অভিযান।
Discussion about this post