বিডি ল নিউজঃ

এক পহেলি লীলা ছবির একটি দৃশ্য
নয়াদিল্লিঃ মুক্তি পেল বলিউড অভিনেত্রী সানি লিওন অভিনীত ‘এক পহেলি লীলা’ ছবির আরও একটি গান ‘খুদা ভি’। এর আগে ‘তেরে বিন নাহি লাগে’ গানের ভিডিওটি প্রকাশিত হয়েছিল। এই ছবির ট্রেলর দেখে মনে হচ্ছে পূর্বজন্মের কাহিনী নিয়ে এর চিত্রনাট্য নির্মিত।

এক পহেলি লীলা ছবির একটি দৃশ্য
গানটির সুরকার টনি কক্কর ও গানটি গেয়েছেন সঙ্গীতশিল্পী মোহিত চৌহান। এই গানটিতে কোরিওগ্রাফি করেছেন আহমেদ খান।

এক পহেলি লীলা ছবির একটি দৃশ্য
এই গানের দৃশ্যে শাড়ি পরিহিতা সানিকে একদম ‘দেশি গার্ল’ বলে মনে হচ্ছে। পুরো গান জুড়ে ছবির মুখ্য চরিত্র ‘লীলা’র প্রশংসা করা হয়েছে। এই গানেও সানিকে বেশ সাহসী দৃশ্যে দেখা গিয়েছে।
ভিডিওতে দেখুন ‘এক পহেলি লীলা’ ছবির ‘খুদা ভি’ গানের ভিডিও-
সূত্রঃ এবিপি আনন্দ




Discussion about this post