
বিডি ল নিউজঃ আগামী ২ জুন দিবাগত রাতে পবিত্র শবে বরাত পালিত হবে।
চট্টগ্রাম, মাদারীপুর, ভোলা, নেত্রকোণা, নরসিংদীসহ দেশের বিভিন্ন স্থান থেকে ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালকরা ফোন করে বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগে শাবান মাসের চাঁদ দেখার সংবাদ জানিয়েছেন।
এর ভিত্তিতে কিছুক্ষণের মধ্যে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় শবে বরাত পালনের ঘোষণা দেওয়া হবে।
চাঁদ দেখা যাওয়ায় বুধবার থেকে শুরু হচ্ছে ১৪৩৬ হিজরির শাবান মাস। শাবান মাসের ১৫তম রাতে (১৪ শাবান দিবাগত রাত) শবে বরাত পালিত হয়। সেই হিসাবে আগামী ২ জুন দিবাগত রাতই শবে বরাতের রাত।
‘ভাগ্য রজনী’ হিসেবে পরিচিত শবে বরাতের তাৎপর্যপূর্ণ রাতটি বাংলাদেশসহ বিভিন্ন দেশের মুসলমানরা নফল নামাজ, কোরআন তিলাওয়াতসহ ইবাদত বন্দেগীর মাধ্যমে কাটিয়ে থাকে।
Discussion about this post