ফতুল্লা প্রতিনিধি: নারায়ণগঞ্জের ফতুল্লায় (নারায়ণগঞ্জ-৪) আওয়ামী লীগের প্রার্থী শামীম ওসমানের একটি নির্বাচনী ক্যাম্পে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে ক্যাম্পের চেয়ার টেবিল ও পোস্টার পুড়ে ছাই হয়ে গেছে। তবে আগুন আশপাশে ছড়িয়ে পড়ার আগেই স্থানীয়দের প্রচেষ্টায় নিয়ন্ত্রণে আসে।
মঙ্গলবার ভোরে ফতুল্লার কুতুবপুর ইউনিয়নের মধ্য রসুলপুর এলাকায় এঘটনা ঘটে।
কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জসিম উদ্দিন জানান, ভোরে দুর্বৃত্তরা কেরোসিন ঢেলে আমাদের নির্বাচনী ক্যাম্পে আগুন দিয়েছে। আগুনের লেলিহান শিখা অন্তত ৪০/৫০ ফুট পর্যন্ত উপরে উঠে।
এতে ক্যাম্পের ভিতরে থাকা চেয়ার টেবিলসহ বিপুল পরিমানে পোস্টার পুড়ে ছাই হয়েগেছে। খবর পেয়ে আশাপাশের লোকজন ঘুম থেকে উঠে এসে আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এরপর ক্যাম্পের চারপাশে আমরা কেরোসিনের গগ্ধ পেয়েছি। এথেকে ধারনা করছি দুর্বৃত্তরা কেরোসিন দিয়ে আগুন দিয়েছে।
এবিষয়ে ফতুল্লা মডেল থানার ওসি শাহ মো. মঞ্জুর কাদের পিপিএম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
Discussion about this post