নিজস্ব প্রতিবেদক : হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাড়ে ছয় কেজি সোনাসহ এক যাত্রীকে আটক করা হয়েছে। জব্দ হওয়া ৬৫টি সোনার বারের আনুমানিক বাজার মূল্য তিন কোটি ২৫ লাখ টাকা। আটক যাত্রীর নাম- মো. রাজিব দেওয়ান। মঙ্গলবার সকালে তাকে সোনাসহ আটক করে ঢাকা কাস্টমস হাউজের বিমানবন্দর ইউনিট।
ঢাকা কাস্টমস হাউসের উপ-কমিশনার অথেলো চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, সিঙ্গাপুর থেকে আসা সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ রাত ১১টায় শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে। বিমানে আসা যাত্রী রাজিবকে বোর্ডিং ব্রিজ থেকেই অনুসরণ করা হয়। এরপর তিনি গ্রিন চ্যানেল অতিক্রম করলে তার কাছে কোনো শুল্ক কর আরোপযোগ্য পণ্য আছে কিনা; সেই বিষয়ে জানতে চাওয়া হয়। তখন তিনি অস্বীকার করেন। এরপর রাজিবের দেহ তল্লাশি করতে চাওয়া হলে তিনি অস্বীকৃতি জানান।
পরে তল্লাশি করে রাজিবের পরিহিত প্যান্টের বিভিন্ন অংশ থেকে সাদা রঙের স্কচটেপ দিয়ে মোড়ানো ছয়টি প্যাকেট উদ্ধার করা হয়। পরবর্তীতে ছয়টি প্যাকেট থেকে ৬৫টি সোনার বার পাওয়া যায়। উদ্বারকৃত প্রতিটি বারের ওজন ১০০ গ্রাম।
এই ঘটনায় রাজিবকে বিমানবন্দর থানায় সোপর্দ করার প্রক্রিয়া চলছে বলে জানান ঢাকা কাস্টমস হাউসের এই উপ-কমিশনার।




Discussion about this post