নিজস্ব প্রতিবেদক: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১০৩টি স্বর্ণের বারসহ আব্দুস সালাম নামে এক যাত্রীকে আটক করেছেন ঢাকা কাস্টমস হাউজ। শুল্ক গোয়েন্দাদের তল্লাশিতে জব্দকৃত স্বর্ণের ওজন আনুমানিক সোয়া ১০ কেজি।
সোমবার রাত পৌনে ১২টার দিকে ঐ যাত্রীর দেহ তল্লাশি করে এ স্বর্ণ পাওয়া যায়। আটক সালাম সোমবার রাত ১০টা ৪০ মিনিটে সিঙ্গারপুর থেকে আসা একটি ফ্লাইটে ঢাকায় অবতরণ করেন। তার বাড়ি গাজীপুরের শ্রীপুরে।
ঢাকা কাস্টম হাউসের কর্মকর্তারা জানান, গোপন সংবাদের ভিত্তিতে তিনি প্লেন থেকে নামলে তাকে বোর্ডিং ব্রিজ থেকেই অনুসরণ করা হয়। আর্চওয়ে মেশিনের মাধ্যমে চেকিং করা হলে তার পরিহিত প্যান্টের মধ্যে ধাতব পদার্থের সংকেত পাওয়া যায়।
এরপর তার প্যান্টের বিভিন্ন অংশ থেকে লুকায়িত অবস্থায় সাদা রঙের স্কচটেপে মোড়ানো দুটি প্যাকেট উদ্ধার করা হয়। যেখানে ১০৩টি স্বর্ণবার পাওয়া যায়। প্রতিটি বারের ওজন ১০০ গ্রাম। এসব স্বর্ণের আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ কোটি ১৫ লাখ টাকা।
প্রাথমিকভাবে আব্দুস সালাম স্বীকার করেছেন যে তিনি স্বর্ণ চোরাচালানের সঙ্গে জড়িত। তবে এসব স্বর্ণের প্রকৃত মালিক এইচএম নুরুজ্জামান ওরফে জিকো নামক এক ব্যক্তি, যিনি ঢাকা খিলক্ষেতের বাসিন্দা। এছাড়া তার মোবাইলে জিকোর ছবি এবং পাসপোর্টের ছবিও পাওয়া গেছে।
ঢাকা কাস্টমস হাউজের ডেপুটি কমিশনার অথেলো চৌধুরী খবরের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, আটক সালামকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তার বিরুদ্ধে আইইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
Discussion about this post