কুবি প্রতিনিধিঃ কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির অনির্দিষ্টকালের ক্লাস-পরীক্ষা বর্জনের প্রতিবাদে এবার প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়েছে সাধারণ শিক্ষার্থীরা।এতে প্রশাসনিক ভবনের মধ্যে উপাচার্য, শিক্ষক নেতারা এবং কর্মকর্তারা প্রায় পাঁচ ঘন্টা আটকে পরে। শিক্ষক সমিতির চলমান আন্দোলনের চতুর্থ দিনে এসে ক্লাস-পরীক্ষা চালুর ব্যাপারে ইতিবাচক কোন আশ্বাস না পেয়ে প্রশাসনিক ভবনে তালা লাগানো হয়েছে বলে জানায় আন্দোলনকারীরা। এর আগে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকেও তালা দেয় শিক্ষার্থীরা। ফলে ক্যাম্পাস থেকে কোন বাস বের হতে পারেনি।ক্লাস-পরীক্ষা চালুসহ ১১দফা দাবিতে গত রোববার থেকে ক্যাম্পাসে আন্দোলন করে আসছে শিক্ষার্থীরা।
ক্যাম্পাস সূত্রে জানা যায়, দুই শিক্ষকের বাসায় হামলার রহস্য উদঘাটন করে দোষীদের গ্রেফতার ও বিচারের আওতায় আনাসহ মোট ৬টি দাবিতে গত রবিবার থেকে ক্লাস-পরীক্ষা বর্জন করে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। শিক্ষক সমিতির ক্লাস-পরীক্ষা বর্জনের প্রতিবাদে রবিবার থেকেই সাধারণ শিক্ষার্থী পরিষদের ব্যানারে আন্দোলনে নামে শিক্ষার্থীরা। শিক্ষকের উপর হামলার বিচার, ক্লাস-পরীক্ষা চালু, নিরাপত্তার স্বার্থে সিসি টিভি স্থাপন, শক্তিশালী ইন্টারনেট সংযোগ প্রদান, ক্যাফেটেরিয়া ও হলে খাবারের মান উন্নয়ন ও ভর্তূকি প্রদানসহ মোট ১১টি দাবিতে আন্দোলনে নামে শিক্ষার্থীরা। আন্দোলনের চতুর্থ দিনে এসেও শিক্ষক সমিতির ক্লাস-পরীক্ষা চালুর ব্যাপারে ইতিবাচক কোন সিদ্ধান্ত না নেয়ায় প্রশাসনিক ভবনে তালা লাগায় এবং বিক্ষোভ করে শিক্ষার্থীরা।এ সংবাদ লেখার পূর্ব পর্যন্ত কোন ধরনের আলোচনা হয়নি। তবে শিক্ষক সমিতি এবং সাধারণ শিক্ষার্থীরা উপাচার্যের সাথে সন্ধ্যা ৬ টায় আলোচনায় বসবে বলে জানা যায়।
এ দিকে চলমান সংকট নিয়ে শিক্ষক সমিতির সভাপতি ড. মোঃ আবু তাহের বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসন চাইলেই সংকট নিরসন করতে পারে। শিক্ষকের বাসায় হামলার ঘটনায় প্রশাসন মামলা করুক এবং আমাদের অন্য দাবিগুলো মেনে নেয়ার আশ্বাস দিলেই আমরা ক্লাসে ফিরে যাবো। জরুরী সিন্ডিকেট কিংবা নিয়মিত সিন্ডিকেটের মাধ্যমে উপাচার্য মহোদয় চাইলেই এ সংকট নিরসন করতে পারেন।’
উপাচার্য প্রফেসর ড. মোঃ আলী আশরাফ বলেন, ‘শিক্ষক সমিতির এবং ছাত্ররা আমার সাথে বসতে চেয়েছে। আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধানের চেষ্টা করবো।’




Discussion about this post