বিডি ল নিউজঃ ফের শুরু হল ভারত-বাংলাদেশ সিরিজের একমাত্র টেস্টের প্রথম দিনের খেলা। দুই ওপেনার শিখর ধবন ও মুরলী বিজয়ের দাপটে ভারতের শুরুটা মজবুত হয়েছে। সেঞ্চুরি করলেন তিনি।১০১ বলে ১০০ রানে পৌঁছে যান তিনি। তাঁর ইনিংসে রয়েছে ১৬ টি বাউন্ডারি।এটি তাঁর কেরিয়ারের দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি। শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিলেন ধবন। মধ্যাহ্নভোজের আগে ২৪ তম ওভারে বৃষ্টির কারণে খেলা থমকে যাওয়ার আগেই অর্ধশতরান পূর্ণ করে নেন তিনি। ৪৭ বলে অর্ধশতরান করেন তিনি। ২২.২ ওভারে ভারতের স্কোরবোর্ডে ১০০ রান উঠে যায়। পরে খেলা শুরু হলে মুরলী বিজয়ও অর্ধশতরান পূর্ণ করে নেন।ইতিমধ্যে ৩১.২ ওভারে ১৫০ রান পূর্ণ হয় ভারতের।
এদিন টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অধিনায়ক বিরাট কোহলি। ম্যাচে পাঁচ বোলার নিয়ে খেলছে টিম কোহলি। তিন পেসার ইশান্ত শর্মা, বরুণ অ্যারন ও উমেশ যাদব। সঙ্গে রয়েছেন দুই স্পিনার হরভজন সিংহ ও আর অশ্বিন। প্রায় দু বছর পর টেস্ট ক্রিকেটে প্রত্যাবর্তন ঘটল হরভজনের।
লোকেশ রাহুল দলে না থাকায় ওপেনার হিসেবে প্রথম একাদশে ফিরেছেন শিখর ধবন। বাংলাদেশের হয়ে টেস্টে অভিষেক ঘটল উইকেটরক্ষক লিটন দাসের। এজন্য, মুশফিকর রহিম ব্যাটসম্যান হিসেবে খেলছে।
ভারত শিখর ধবন, মুরলী বিজয়, রোহিত শর্মা, বিরাট কোহলি (অধিনায়ক), আজিঙ্কা রাহানে, ঋদ্ধিমান সাহা (উইকেটরক্ষক), অশ্বিন, হরভজন, উমেশ, অ্যারন, ইশান্ত। বাংলাদেশ তামিম ইকবাল, ইমরুল কায়েস, মমিনুল হক, মুসফিকর (অধিনায়ক), সাকিব আল হাসান, সৌম্য সরকার, লিটন দাস, শুভাগত হোম, জুবের হোসেন,তাজিমুল ইসলাম,মোহাম্মদ শাহিদ।”এবিপি আনন্দ
Discussion about this post