
ভারতের মেঘালয় রাজ্যের শিলং শহরে নিরাপত্তা হেফাজতে থাকা বাংলাদেশের বিএনপি নেতা সালাহউদ্দীন আহমেদকে জামিন দিয়েছে আদালত।
শিলং এর জজ কোর্টে শুক্রবার শুনানি শেষে তাঁকে শর্ত সাপেক্ষে জামিন দেয়া হয়।
তাঁর আইনজীবী এস পি মোহান্ত জানিয়েছেন, সালাহউদ্দীন আহমেদ ইস্ট খাসি হিলস জেলা ছেড়ে কোথাও যেতে পারবেন না এবং প্রতি সপ্তাহে তিনি শিলং এর পুলিশ সুপার এর কাছে হাজিরা দেবেন এমন শর্তে তাকে জামিন দেয়া হয়।
সালাহউদ্দীন আহমেদ বর্তমানে শিলং এর একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
উল্লেখ্য কয়েক মাস আগে হঠাৎ করে বাংলাদেশ থেকে নিখোঁজ হওয়ার পর থেকে সালাহউদ্দীন আহমেদকে গত মাসের ১১ তারিখে হঠাৎ করে পাওয়া যায় শিলং এ।
তাঁর পরিবার এবং দলের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছিল যে সরকারের নিরাপত্তা বাহিনি তাকে তুলে নিয়ে গেছে। তবে বাংলাদেশ সরকার তা অস্বীকার করে যাচ্ছে।
ভারতীয় কর্তৃপক্ষ সালাহউদ্দীন আহমেদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে মামলা করেছে। সেই মামলাতেই তিনি জামিন পেলেন।বিবিসি


Discussion about this post