বিডি ল নিউজঃ শিলং সিভিল হাসপাতালে চিকিৎসাধীন সালাহ উদ্দিন আহমেদের সঙ্গে দেখা করার জন্য কলকাতায় এসেও টিকিট পেলেন না স্ত্রী হাসিনা আহমেদ।
রবিবার রাত ভারতীয় সময় ৯টা ৪৫ মিনিটে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটযোগে ঢাকা ছাড়েন তিনি। মধ্যরাতে পৌঁছান কলকাতা বিমানবন্দরে। এ সময় হাসিনা আহমেদের বোন জামাই মাহবুব কবির সঙ্গে ছিলেন।
কলকাতায় নেমেই শিলং যাওয়ার টিকেট খোঁজেন তারা। সোমবার শিলং যাত্রার টিকেট না পেয়ে কলকাতা-গৌহাটি ফ্লাইটের টিকেট কাটার চেষ্টা করেন। কিন্তু সেই টিকেট পেতেও ব্যর্থ হন। এরপর পার্ক স্ট্রিটের হোটেলের উদ্দেশে রওয়ানা হন তারা।
কলকাতা বিমানবন্দরে নেমে হাসিনা আহমেদ বলেন, ‘শিলং যাত্রার টিকেট এখনও পাইনি। মন ভাল নেই। মাফ করেন। এখন আর কিছু বলা সম্ভব নয়।’
দুই মাস ধরে নিখোঁজ সালাহ উদ্দিন আহমেদকে শিলংয়ে খোঁজ মেলে গত মঙ্গলবার।
রবিবার রাত ৯টা ৪৫ মিনিটে এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে কলকাতার উদ্দেশে ঢাকা ছাড়েন হাসিনা আহমেদ ও মাহবুব কবির।”প্রিয়
Discussion about this post