সাভার প্রতিনিধি: সাভারে শিশুধর্ষণের ঘটনা কেন্দ্র করে দুগ্রুপের সংঘর্ষে সেলিম মিয়া নামে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত ১০ জন। নিহত মাছ ব্যবসায়ী জামসিং এলাকার হোসেন আলীর ছেলে।
বুধবার রাত সাড়ে ১১টার দিকে সাভারের উত্তর জামসিং সোলায়মান মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, একটি শিশুকে ধর্ষণের ঘটনায় বুধবার দুপুরে জামসিং এলাকার নিজ বাড়ি থেকে কুয়েত প্রবাসী কবির হোসেনকে পুলিশ আটক করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় একই এলাকার আবদুল কাদের মোল্লা ধর্ষণকারীর পক্ষে কথা বললে প্রতিবাদ করেন মাছ ব্যবসায়ী সেলিম মিয়া।
এঘটনায় ক্ষিপ্ত হয়ে কাদের মোল্লা ও তার সহযোগীরা ধারালো অস্ত্র ও লাঠিসোটা নিয়ে সেলিম মিয়ার ওপর হামলা চালায়। হামলাকারীরা তাকে এলোপাথাড়ি কুপিয়ে জখম করে। এ সময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে সেলিম মিয়া, মো. রফিক, ভুট্টো মিয়াসহ আহত হন অন্তত ১১ জন।
পরে আহতদের উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সেলিম মিয়াকে মৃত ঘোষণা করেন।
সাভার মডেল থানা পুলিশ গভীর রাতে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। আহতদের চিকিৎসা চলছে। তবে রফিক নামে এক যুবকের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন হাসপাতালের চিকিৎসকরা।
এ বিষয়ে সাভার মডেল থানার এসআই (উপপরিদর্শক) মহসিন মিয়া জানান, হত্যাকারীদের আটক করার চেষ্টা চলছে। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা করা হয়েছে।




Discussion about this post