বগুড়ার শেরপুর উপজেলা থেকে শিশু ও নারী নির্যাতন মামলার ওয়ারেন্টভুক্ত আসামিসহ দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার সাদেকপুর গ্রামের আমির শেখের ছেলে হাফিজুর রহমান ও বেলগাড়ী গ্রামের রামদাসের ছেলে মনোরঞ্জন।
বৃহস্পতিবার (১১ আগস্ট) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পৃথক এলাকায় অভিযান চালিয়ে নিজ নিজ বাড়ি থেকে পুলিশ তাদের গ্রেফতার করে।
শেরপুর থানার দায়িত্বরত কর্মকর্তা সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ইকবাল হোসেন জানান, গ্রেফতারকৃত হাফিজুর রহমান নারী ও শিশু নির্যাতন এবং অপরজন জিআর ১৩৫/১৬ নং মামলার ওয়ারেন্টভুক্ত আসামি।




Discussion about this post