সাম্প্রতিক সময়ে দেশজুড়ে শিশু নির্যাতনের ঘটনায় প্রশাসন এবং সরকার উদ্বিগ্ন হয়ে উঠেছে বলে জানিয়েছেন জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানু হক ইনু। এ ব্যাপারে প্রশাসন কঠোর ব্যবস্থা নিয়েছে ও দোষীদের বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা নিতে সরকার নির্দেশ দিয়েছে বলেও জানান মন্ত্রী। আজ শুক্রবার সকালে কুষ্টিয়া ভেড়ামারা উপজেলা বেগম হালিমা একাডেমী মাধ্যমিক বিদ্যালয়ে মাতৃদুগ্ধ সপ্তাহ দিবসের আলোচনা সভায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, ‘বিচারহীনতার কারণে শিশু নির্যাতন বেড়েছে এ কথা ঠিক না। মাঝেমধ্যে সমাজে এ ধরনের অবক্ষয়ের ঘটনা ঘটে। সেটা ঠিক করার দায়িত্ব সরকারের। এ ব্যাপারে কোনো দেন-দরবার বা তদবিরের অপেক্ষায় না থেকে স্বতঃপ্রণোধিত হয়ে শিশু নির্যাতন বন্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। তাই শিশু নির্যাতন নিয়ে রাজনীতি করার কোনো অবকাশ নেই।’ আলোচনা সভায় উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন, জেলা জাসদ সভাপতি গোলাম মহসিন, সাধারণ সম্পাদক আব্দুল আলীম স্বপন প্রমুখ।




Discussion about this post