ডেস্ক রিপোর্ট
করোনাকালে ভার্চুয়াল কিংবা শারীরিক উপস্থিতিতে মামলার শুনানির সময় বিচারপতি ও আইনজীবীদের কালো কোট পরার বিধান না থাকলেও শীত মৌসুমে তা আবার পরতে হবে। সোমবার (১৬ আগস্ট) সুপ্রিম কোর্ট প্রশাসন এ বিষয়ে পৃথক বিজ্ঞপ্তি জারি করেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আসন্ন শীত মৌসুমে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিরা ভার্চুয়াল এবং শারীরিক উপস্থিতিতে মামলার শুনানির সময় ক্ষেত্রবিশেষ টার্নড আপ সাদা কলার ও সাদা ব্যান্ডসহ সাদা শার্ট ও প্যান্ট/শাড়ি বা সালোয়ার কামিজ এবং জাজেস কোট পরিধান করবেন।

Discussion about this post