নিজস্ব প্রতিবেদক: দুর্নীতি, সন্ত্রাস, মাদক ও ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে চলমান ‘শুদ্ধি অভিযানে’ সর্বোচ্চ সহায়তায় প্রতিশ্রুতি দিয়েছেন যুবলীগের নতুন চেয়ারম্যান ফজলে শামস পরশ। তিনি বলেন, যুবলীগের কেউ এসবের সঙ্গে যুক্ত প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
রবিবার (২৪ নভেম্বর) সকালে রাজধানীর ধানমণ্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। এসময় তিনি বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার আদর্শের যুবলীগ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
গতকাল যুবলীগের সপ্তম কংগ্রেসে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান হয়েছেন সংগঠনটির প্রতিষ্ঠাতা ফজলুল হক মনির বড় ছেলে পরশ। সাধারণ সম্পাদক হয়েছেন মইনুল হোসেন নিখিল।
নবনির্বাচিত চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক দায়িত্ব পাওয়ার পরদিন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে যান। এ সময় তাদের সঙ্গে বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
শ্রদ্ধা জানানো শেষে নতুন চেয়ারম্যান গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলেন। তিনি জানান, চলমান শুদ্ধি অভিযানে নতুন কমিটি সর্বাত্মক সহযোগিতা করবে। মাদকের ব্যাপারে কোনো ছাড় দেবেন না তারা। যুবলীগের কেউ মাদকের সঙ্গে যুক্ত প্রমাণিত হলে ব্যবস্থা নেয়া হবে।
বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর আদর্শের যুবলীগ গড়ে তোলার অঙ্গীকার করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক থেকে যুবলীগের চেয়ারম্যানের দায়িত্ব পাওয়া পরশ যুবকদের রাজনীতিতে আসার আহ্বান জানান।




Discussion about this post