শেখ হাসিনার অধীনে বিএনপি কোনো নির্বাচনে যাবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ও দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। একই সঙ্গে তিনি নির্বাচন কমিশনের পদত্যাগ দাবি করে বলেন, নির্বাচন কমিশন সুষ্ঠুভাবে নির্বাচন করতে পারেন নাই। তাই তার পদত্যাগ করা উচিৎ। শনিবার নিজের গুলশান কার্যালয়ে রাজশাহী আইনজীবী সমিতির নবনির্বাচিত নেতাদের সঙ্গে মতবিনিময়কালে বিএনপি চেয়ারপারসন এ কথা বলেন। নির্বাচন নিয়ে বিএনপি তার অবস্থান পরিবর্তন করেনি বলে স্পষ্ট করেছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তিনি বলেন, দেশে হাসিনা মার্কা সরকারের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হবে না। তাদের অধীনে ভোট দেয়া সম্ভব হবে না। দেশের জনগণ ভোট দিতে পারবে না। খালেদা জিয়া বলেন, আমরা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন চাই, নির্বাচনে অংশ নিতে চাই। আমাদের অবস্থানে দিক থেকে কোনো পরিবর্তন হয়নি। ২০ দলীয় জোট নিরপেক্ষ সরকারের অধীনেই নির্বাচন করবে। দৈনিক ইত্তেফাকের নাম উল্লেখ করে খালেদা জিয়া অভিযোগ করেন, ওই পত্রিকায় এর আগে নির্বাচনকালীন সরকার নিয়ে দেওয়া তার বক্তব্য নিয়ে বিভ্রান্তি ছড়ানো হয়েছে। তিনি বলেন, ৫ জানুয়ারির নির্বাচনে না গিয়ে বিএনপি ভুল করেনি। কারণ আওয়ামী লীগ আগেই ভোটের বাক্স ভর্তি করার কৌশল ঠিক করে রেখেছিল। তারা বিএনপিকে নির্বাচনে নেওয়ার অনেক চেষ্টাও করেছিল। তিনি বলেন, প্রতিশোধ-প্রতিহিংসা নয়, রাজনীতিতে গুণগত পরিবর্তন চায় বিএনপি। নির্বাচনে যেতে চায় বিএনপি তবে তা হতে হবে নির্দলীয় সরকারের অধীনেই।




Discussion about this post