নোয়াখালী প্রতিনিধি: গণতন্ত্রের ম্যাজিশিয়ান হলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ‘শেখ হাসিনা ম্যাজিকে সারা দেশে নৌকার জয়জয়কার। কারণ নৌকা উন্নয়নের প্রতীক। নৌকায় ভোট দিলে জনগণ কিছু পায়, দেশের উন্নয়ন হয় বলে মন্তব্য করেছেন, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
মঙ্গলবার দুপুর ১২টায় বেগমগঞ্জ চৌরাস্তায় নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনে নৌকার প্রার্থী মামুনুর রশীদ কিরনের সমর্থনে এক পথসভায় এসব কথা বলেন তিনি।
বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘অনেক মিডিয়ায় দেখেছি আওয়ামী লীগ গণতন্ত্রে নয়, সমৃদ্ধির উপর জোর দিচ্ছে। এটা ঠিক না। অর্থনীতিবিদ অমৃত্য সেন বলেছেন, গণতন্ত্র ছাড়া সমৃদ্ধি হয় না।
মন্ত্রী আরো বলেন, ‘উনসত্তরের পর আওয়ামী লীগ যতবার ক্ষমতায় এসেছে, গণতান্ত্রিকভাবে নির্বাচনের মাধ্যমে এসেছে। বন্দুকের নল উঁচিয়ে নয়’।
এ সময় মন্ত্রী বেগমগঞ্জবাসীর উদ্দেশ্যে বলেন, ‘আওয়ামী লীগ আগামীবার ক্ষমতায় আসলে জেলার প্রধান বাণিজ্যিক কেন্দ্র চৌমুহনীতে ফ্লাইওভার নির্মাণ করা হবে। একই সাথে নোয়াখালী থেকে ফেনী, ফেনী থেকে লক্ষ্মীপুর পর্যন্ত ফোর-লেন সড়কের পরিকল্পনা হাতে নেওয়া হবে’।
মন্ত্রীর সাথে এ সময় উপস্থিত ছিলেন, নোয়াখালী-৩ আসনের প্রার্থী মামুনুর রশীদ কিরন, জেলা পরিষদ চেয়ারম্যান ডা. এবিএম জাফর উল্যাহ সহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ।




Discussion about this post