শিক্ষার্থীদের আন্দোলন ও নগরজুড়ে নৈরাজ্যের পর বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর আরোপিত ভ্যাট প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে সরকার।
গত কয়েক দিনের মত সোমবার সকালে রামপুরা-বাড্ডা, গুলশান, উত্তরা ও কাকলিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে শিক্ষার্থীরা। এতে কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
এরপর বেলা ১২টার পর মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভ্যাট প্রত্যাহারের নির্দেশনা দিয়েছেন বলে বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর এলে আন্দোলনকারীদের অবস্থানে শুরু হয় উল্লাস।
ভ্যাট প্রত্যাহারের খবর শুনে অবরোধ তুলে নিয়ে ক্যাম্পাসে ফিরে উৎসব শুরু করেন শিক্ষার্থীরা।
ইউআইটিএসের সিএসই বিভাগের শিক্ষার্থী রিফাত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও যে পারে, সেটা আমরা করে দেখালাম। শিক্ষার্থীদের ন্যায্য দাবির মুখে সরকার নতি স্বীকার করতে বাধ্য হয়েছে।”
একই বিভাগের শিক্ষার্থী আসিফ বলেন, “২০১৫ সাল প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিজয়ের বছর। শিক্ষায় ভ্যাট দিলে তা গ্রহণযোগ্য হয় না। তা এই আন্দোলনের মাধ্যমে প্রমাণিত হয়েছে।”
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভ্যাট প্রতিষ্ঠানের পক্ষ থেকে পরিশোধের ঘোষণার পর আন্দোলন থেকে সরে দাঁড়ানো সংগঠন বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্র কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি মো. আসাদুজ্জমান রনো বলেন, “আমরা প্রধানমন্ত্রীকে সাধুবাদ জানাই।
Discussion about this post