বিডিলনিউজঃ গতকাল সোমবার রাতে ঝিনাইদহের শৈলকুপায় ঝিনাইদহ-১ আসনের আওয়ামী লীগ মনোনিত প্রার্থী আব্দুল হাইয়ের প্রধান নির্বাচনী অফিসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় আগুনে অফিসের কিছু আসবাবপত্র পুড়ে যায়। পরে বাজারের পাহারাদার আগুন নিভিয়ে ফেলে।
সোমবার রাত দুইটার দিকে একদল দুর্বৃত্ত ওই নির্বাচনী অফিসে পেট্রোল ছিটিয়ে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায় বলে সাংবাদিকদের জানান শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন।
অফিসের পাহারাদার জামানত শেখ বলেন, নয় জনের একদল দুর্বৃত্ত তাদের অস্ত্রের ভয় দেখিয়ে বোতলে করে আনা পেট্রোল অফিসে ছিটিয়ে আগুন দিয়ে পালিয়ে যায়।
Discussion about this post