পিরোজপুর সদর উপজেলার কচুবুনিয়া গ্রামে নিহত রাজেন্দ্র নাথ হালদার (৭৫) ও তার পুত্রবধূ মেরী হালদার (৩৮) খুনের ঘটনায় থানায় মামলা হয়েছে।
শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে নিহত রাজেন্দ্র নাথ হালদারের ছেলে সুশীল হালদার বাদী হয়ে কচুবুনিয়া গ্রামের মৃত্যুঞ্জয় মণ্ডলকে (৪৫) সন্দেহভাজন আসামি করে মামলাটি দায়ের করেন। পরে মৃত্যুঞ্জয় মণ্ডলকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) সদর উপজেলার কচুবুনিয়া গ্রামে নিজ বাড়িতে খুন হন রাজেন্দ্র নাথ হালদার ও তার পুত্রবধূ মেরী হালদার। ওই বাড়িতে শ্বশুর ও পুত্রবধূ বসবাস করতেন। রাত সাড়ে সাতটার দিকে দুর্বৃত্তরা ঘরে ঢুকে রাজেন্দ্র নাথ হালদারকে হত্যা করে। এ সময় মেরী হালদার বাজার থেকে বাড়ি ফিরলে তাকেও কুপিয়ে হত্যা করে তারা।
খবর পেয়ে রাত ১২টার দিকে মৃতদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার সময় সুশীল ও তার দুই মেয়ে বাড়িতে ছিলেন না।
সুশীল হালদার মামলার এজাহারে অভিযোগ করেছেন, জমি নিয়ে বিরোধের জের ধরে মৃত্যুঞ্জয় মণ্ডল তার বাবা ও স্ত্রীকে খুন করেছে।
পিরোজপুরের পুলিশ সুপার মো. ওয়ালিদ হোসেন এ ঘটনায় মামলা দায়ের ও একজনকে গ্রেফতারের খবর নিশ্চিত করেছেন।
Discussion about this post