একদিকে ক্ষুধা-দারিদ্র্যের আগুন, অন্যদিকে অন্যায়-অবিচারের অগ্নিজ্বালা। এর মধ্যেও যিনি অগ্নিবীণায় তুলেছেন প্রেম, প্রকৃতি আর মানবতার সুর, তিনি আমাদের নজরুল।
২৭ আগস্ট বৃহস্পতিবার প্রেম-দ্রোহ আর আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৩৯তম মৃত্যুবার্ষিকী। কবির চিরপ্রস্থানের এই দিনে শ্রদ্ধা ও ভালোবাসায় তাকে স্মরণ করেছে জাতি।
ভোরের সূর্য উঠার সঙ্গে সঙ্গেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন কবির সমাধিতে শ্রদ্ধা জানাতে আসেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
প্রথমে পরিবারের সদস্যদের পক্ষ থেকে কবির নাতনি মিষ্টি কাজী ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নুর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, আওয়ামী লীগের পক্ষে ড. আবদুস সোবাহান গোলাপ, বিএনপির পক্ষে ড. আসাদুজ্জামান রিপন সমাধিতে শ্রদ্ধা জানান।
এরপর বিভিন্ন রাজনৈতিক-সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়।
শ্রদ্ধা নিবেদনের সময় মিষ্টি কাজী সাংবাদিকদের বলেন, জাতীয় কবির জন্ম কিংবা মৃত্যুদিবসে আন্তর্জাতিক পর্যায়ের ব্যক্তিরাও যাতে শ্রদ্ধা জানাতে পারেন, সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর কাছে দাবি জানাচ্ছি।
এদিকে নজরুলের মৃত্যুবার্ষিকী উপলক্ষে নজরুল ইনস্টিটিউট ও বাংলা একাডেমিসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে।
Discussion about this post