গাজীপুর প্রতিনিধিঃ শ্রীপুরে বছরের প্রথম দিন শুরু হল দুর্নীতি বিরোধী স্বাক্ষরতা অভিযান অনুষ্ঠান দিয়ে। সাধারণ মানুষ তাদের অভিমত ব্যক্ত করেছে দুর্নীতির বিরুদ্ধে দুর্নীতি বিরোধী স্বাক্ষরতা বইয়ে লিখনীর মাধ্যমে। শ্রীপুর উপজেলার থানা নির্বাহী কর্মকর্তা রেহেনা আকতার দুর্নীতি বিরোধী গণ স্বাক্ষরতার এ মহতী উদ্যোগ উদ্বোধন করেন। শ্রীপুর উপজেলার একবারে প্রান্তীয় একটি স্কুল নিজমাওনা উচ্চ বিদ্যালয় থেকে এ গণ স্বাক্ষর অভিযানের শুরু হয় আজকের বই উৎসবের অনুষ্ঠান স্থল হতে। একে একে স্বাক্ষর করেন গাজীপুর ইউনিয়নের চেয়ারম্যান , বিভিন্ন সংবাদপত্রের সাংবাদিক, শিক্ষক, ব্যবসায়ী ও শিক্ষার্থীরা। সবাই একযোগে দুর্নীতি বন্ধের এ উদ্যোগকে স্বাগত জানায় এবং অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন আমরা চাই নতুন বছরে দুর্নীতি বন্ধে দুদক আরও জোড়ালো ভূমিকা রাখবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয় জনাব রেহেনা আকতার তার মন্তব্যে লিখেন ” নৈতিকতার বিকাশ চাই, দুর্নীতির বিনাশ চাই”। এ দুর্নীতি বিরোধী গণ স্বাক্ষরতা অভিযান পরিচালনা করে দুর্নীতি দমন কমিশনের পক্ষে শ্রীপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি। এ সময় শ্রীপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সাঈদ চৌধুরী, মাওনা ইউনিয়ন দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য, বিশিষ্ট কলামিষ্ট সোলায়মান মোহাম্মদ ও স্টুডেন্ট লিংকের সভাপতি প্রকৌশলি সাব্বির হোসেন সহ সমাজের নানা স্তুরের ব্যক্তিবর্গ ।




Discussion about this post