তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক পত্রিকাগুলোর তথ্য তুলে ধরলেন জাতীয় সংসদে। এর মধ্যে প্রচার সংখ্যার ভিত্তিতে প্রথম স্থানে আছে দৈনিক বাংলাদেশ প্রতিদিন। দৈনিকটি ৫ লাখ ৫৩ হাজার ৩০০টি প্রচার সংখ্যা নিয়ে চতুর্থবারের মতো শীর্ষ স্থান ধরে রেখেছে। এসময় মন্ত্রী প্রচার সংখ্যার ভিত্তিতে দেশের ৪৩০টি দৈনিক পত্রিকার তালিকা দেন।
বুধবার (৪ মে) সংসদের দশম অধিবেশনে বগুড়া-৬ আসনের সংসদ সদস্য মো. নুরুল ইসলাম ওমরের প্রশ্নের জবাবে মন্ত্রী সংসদকে এ তথ্য জানান।
সংসদে দেয়া মন্ত্রীর তালিকানুযায়ী, সেরা ১০-এ অবস্থানকারী অন্য পত্রিকাগুলোর মধ্যে ৫ লাখ ১ হাজার ৮০০ প্রচার সংখ্যা নিয়ে দ্বিতীয় স্থান ধরে রেখেছে প্রথম আলো। আর ২ লাখ ৫০ হাজার ৮২০ প্রচার সংখ্যা নিয়ে তৃতীয় স্থানে আছে কালের কণ্ঠ।
তথ্যমন্ত্রী জানান, ঢাকা থেকে প্রকাশিত পত্রিকার সংখ্যা ২৪৫টি এবং মফস্বল থেকে প্রকাশিত হয় ২৮৩টি। সংসদে দেয়া মন্ত্রীর তালিকানুযায়ী, ঢাকা থেকে প্রকাশিত দৈনিক পত্রিকার মধ্যে চতুর্থ স্থানে আছে জনকণ্ঠ (২ লাখ ৪০ হাজার), পঞ্চম স্থানে আছে দৈনিক যুগান্তর (২ লাখ ৪০ হাজার), ষষ্ঠ স্থানে আছে আমাদের সময় (২ লাখ ৪০ হাজার), সপ্তম স্থানে আছে দৈনিক ইত্তেফাক (২ লাখ ৩৮ হাজার ৭৫০), অষ্টম স্থানে আছে দৈনিক সমকাল (২ লাখ ৭ হাজার ৪৪৫) ও নবম স্থানে আছে ভোরের কাগজ (১ লাখ ৬১ হাজার ১৫০)।
এরপর প্রচার সংখ্যার ভিত্তিতে ধারাবাহিকভাবে উল্লেখ করা হয়েছে যথাক্রমে- সকালের খবর, ভোরের পাতা, আলোকিত বাংলাদেশ, ইনকিলাব, নয়াদিগন্ত, মানব জমিন, আমাদের অর্থনীতি, সংবাদ প্রতিদিন, আমার সংবাদ, বণিক বার্তা, যায়যায়দিন, ভোরের ডাক, সংবাদ, গণকণ্ঠ, আজকালের খবর প্রভৃতি।
ইংরেজি পত্রিকার মধ্যে প্রথম স্থানে ও প্রচার সংখ্যার ভিত্তিতে ২৬তম স্থানে আছে দি ডেইলি স্টার (৪৪ হাজার ৫৯২), দ্বিতীয় স্থানে আছে দি ফিন্যান্সিয়াল এক্সপ্রেস (৩৯ হাজার ১০), তৃতীয় স্থানে আছে দি নিউ এজ (৩৩ হাজার ৫০০), চতুর্থ স্থানে আছে ডেইলি সান (৩৩ হাজার ৮০০), পঞ্চম স্থানে আছে দি ডেইলি অবজারভার (৩৩ হাজার ৮০০), ষষ্ঠ স্থানে দি ইনডিপেন্ডেন্ট (৩২ হাজার ৬০০), সপ্তম স্থানে ঢাকা ট্রিউবিউন, অষ্টম স্থানে দি নিউ নেশন, নবম স্থানে এশিয়ান এইজ এবং দশম স্থানে ডেইলি আওয়ার টাইম। এসব পত্রিকায় অষ্টম ওয়েজ বোর্ড বাস্তবায়ন করছে বলেও তথ্যমন্ত্রী সংসদকে জানান।
Discussion about this post