বিডি ল নিউজঃ আজ রবিবার দশম জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শেষ হচ্ছে। এর মধ্য দিয়ে শেষ হবে ৫ জানুয়ারির নির্বাচনে গঠিত দশম সংসদের প্রথম বছরের অধিবেশন।২৯ জানুয়ারি সংসদের প্রথম অধিবেশন শুরু হয়। দ্বিতীয় অধিবেশন (বাজেট অধিবেশন) শুরু হয় ৩ জুন থেকে। তৃতীয় অধিবেশন ও চতুর্থ অধিবেশন শুরু হয় যথাক্রমে ১ সেপ্টেস্বর ও ১৩ নভেম্বর থেকে।
রোববার বিকাল ৪টা ১০ মিনিটে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশনের কার্যক্রম শুরু হয়। অধিবেশনের শুরুতেই এমপি লতিফ সিদ্দিকীর গ্রেফতারের বিষয়টি সংসদকে অবহিত করেন স্পিকার।অধিবেশনের সমাপনী দিবসে বক্তব্য রাখবেন বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ এবং সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শেষ কার্যদিবসে বাংলাদেশ জ্বালানী ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিল বিল-২০১৪ এবং একই মন্ত্রণালয়ের সংশোধনকল্পে আনীত বিদ্যুৎ ও জ্বালানীর দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) আইন, ২০১০ পাস হবার কথা রয়েছে।
Discussion about this post