ফরিদ মিয়া, টাঙ্গাইল প্রতিনিধিঃ মিছিল সমাবেশে বাধা, জাতীয় নেতৃবৃন্দের মিথ্যা মামলা প্রত্যাহার ও মুক্তির দাবীতে এবং নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনের দাবীতে বৃহস্পতিবার সকালে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে টাঙ্গাইল জেলা শ্রমিকদল।
টাঙ্গাইল জেলা শ্রমিকদলের সাধারন সম্পাদক এ.কে.এম মনিরুল হক মনিরের নেতৃত্বে মিছিলটি শহরের পুরাতন বাসস্ট্যান্ড থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় শহীদ স্মৃতি পৌর উদ্যান এসে শেষ হয়। পরে মিছিল শেষে এক সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।
এ পথসভায় বক্তব্য রাখেন জেলা শ্রমিকদলের সাধারন সম্পাদক একে.এম মনিরুল হক মনির। এ সময় উপস্থিত ছিলেন জেলা শ্রমিকদলের সহ-সভাপতি মমিনুল ইসলাম লাভলু, যুগ্ম-সম্পাদক ইলিয়াস হোসেন, সাংগঠনিক সম্পাদক ছানোয়ার হোসেন ছানা, নির্বাহী সদস্য আহসানুল হক পিটু, বুলবুল, দেলোয়ার প্রমুখ। এ ছাড়াও শ্রমিকদলের অন্যান্য নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন।
Discussion about this post