নিজস্ব প্রতিবেদক: দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়েই সংসদ সদস্য হলেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-৩ আসন থেকে নির্বাচিত বিএনপি নেতা মো. জাহিদুর রহমান। জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর কাছে শপথ নিয়েছেন তিনি।
বৃহস্পতিবার স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী শপথবাক্য পড়ান জাহিদুর রহমানকে। সকালে সাড়ে ১১টার দিকে জাহিদুরের শপথগ্রহণের আনুষ্ঠানিকতা শুরু হয়। দুপুর ১২টার দিকে শেষ হয় সে আনুষ্ঠানিকতা।
এর আগে বৃহস্পতিবার সকালে জাহিদুর রহমান শপথ নেওয়ার বিষয়ে তার আগ্রহের কথা জানিয়ে জাতীয় সংসদের স্পিকার শিরীর শারমিন চৌধুরীকে চিঠি লেখেন।
সংসদ সচিবালয়ের পরিচালক (গণসংযোগ) তারিক মাহমুদ বলেন, উনার শপথের আয়োজন করা হয়েছে। আজই শপথ হওয়ার কথা।
জানা গেছে গণফোরামের সুলতান মনসুর ও মোকাব্বির খানের মত জাহিদুর রহমান জাহিদের জন্যও শপথের আয়োজন হয় স্পিকার শিরীন শারমিন চৌধুরীর কক্ষে।
গত ২৯ ডিসেম্বর একাদশ সংসদ নির্বাচনে বিএনপির ভরাডুবির মধ্যেও ঠাকুরগাঁও-৩ আসন থেকে জয়ী হয়ে চমক সৃষ্টি করেন জাহিদুর রহমান জাহিদ।




Discussion about this post