বোয়ালখালী উপজেলার গোমদন্ডী ফুলতল এলাকায় সড়ক ও জনপথ বিভাগের জায়গা দখলে রাখার দায়ে ১৫ ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
রোববার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার কাজী মাহবুবুল আলম। সহকারী কমিশনার (ভূমি) দেওয়ান মো. তাজুল ইসলাম, চট্টগ্রাম বিভাগীয় সহকারী প্রকৌশলী বিনয় কুমার পাল, দোহাজারী সড়ক ও জনপথ বিভাগের সহকারী প্রকৌশলী মুজিবুর রহমান, বোয়ালখালী থানার উপ-পরিদর্শক মোস্তাক আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার জানান, দীর্ঘদিন ধরে ফুলতল এলাকায় সওজের জায়গা অবৈধভাবে দখল করে ব্যবসায়ীরা মালামাল মজুদ করেছে। এতে জন চলাচলে বাধা সৃষ্টি করার অপরাধে তাদের জরিমানা করা হয়। এছাড়া সওজের জায়গায় অবৈধভাবে ব্যবসা প্রতিষ্ঠান নির্মাণ করায় তা উচ্ছেদ করা হয়েছে।
Discussion about this post