বিডি ল নিউজঃ
যশোরের অভয়নগর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও নওয়াপাড়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোল্লা ওলিয়ার রহমান (৬২)দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন। রবিবার সকাল সাড়ে সাতটার দিকে এ ঘটনা ঘটে।
অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছয়রউদ্দিন আহম্মেদ জানান, রবিবার সকালে নওয়াপাড়া বাইপাস সড়কে দুর্বৃত্তরা ওলিয়ারকে গুলি করে পালিয়ে যায়। পথচারীরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন চিকিৎসকেরা। হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি।
তবে কে বা কার এই হত্যাকাণ।ড ঘটিয়েছে তা জানা যায়নি। সন্ত্রাসীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান ওসি।
Discussion about this post