বিডি ল নিউজঃ গণমাধ্যমে দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে শনিবার সন্ধ্যায় রংপুরের মিঠাপুকুর উপজেলায় আয়োজিত এক সমাবেশে পুলিশের মহাপরিদর্শক (আইজি) এ কে এম শহিদুল হক ও র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) ডিজি বেনজীর আহমেদের রাজনৈতিক বক্তব্যের বিরুদ্ধে দেওয়া ২০ দলীয় জোটের বিবৃতি প্রত্যাহার করে নিলেন বিএনপির দফতরের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।
রিজভী আহমেদ বলেন, ‘বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের পক্ষ থেকে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয় থেকে একটি বিবৃতি গণমাধ্যমে পাঠানো হয়েছে। সুতরাং একই বিষয়ে আমার স্বাক্ষরিত গণমাধ্যমে প্রেরিত বিবৃতিটি প্রত্যাহার করে নিলাম।’
Discussion about this post