নিজস্ব প্রতিবেদক: একটি সুষ্ঠু নির্বাচনের জন্য জাতি নির্বাচন কমিশনের দিকে তাকিয়ে আছে। তাই যার যার অবস্থান থেকে আমাদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। এ নির্বাচন যাতে গ্রহণযোগ্য হয়, সে ব্যাপারে সবাইকে সচেষ্ট থাকতে হবে। বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল ( অব.) শাহাদাত হোসেন।
শনিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের ইটিআই ভবনে একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে ইভিএম ব্যবহার এবং সফটওয়্যার সংক্রান্ত একটি প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নির্বাচন কমিশনার শাহাদাত হোসেন চৌধুরী বলেন, কোনো প্রশ্নবিদ্ধ নির্বাচন চায় না ইসি। তাই নিরপেক্ষতার প্রশ্নে কোনো ছাড় দেয়া হবে না। নিরপেক্ষতা নিয়ে কোনো প্রশ্ন উঠলে ইসি আইনানুগ শাস্তিমূলক ব্যবস্থা নেবে বলেও সতর্ক করেন এই নির্বাচন কমিশনার।
এর আগে, গতকাল শুক্রবার নির্বাচন কমিশনার কবিতা খানম বলেছিলেন, পৃথিবীর কোথাও শতভাগ সুষ্ঠু নির্বাচন হয় না। তবে আমরা একটি গ্রহণযোগ্য নির্বাচন করতে চাই, যা নিয়ে কারও প্রশ্ন থাকবে না।




Discussion about this post