বিডিলনিউজঃ সবাইকে ঐক্যভাবে রাস্তায় নেমে সরকারের অপশাসনের বিরুদ্ধে রুখে দাড়ানোর আহ্বান জানিয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ। আজ গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ আহ্বান করেন।
বিবৃতিতে তিনি বলেন, সোনার বাংলা আজ শশ্মাণে পরিণত হচ্ছে। বিগত কয়েক মাস ধরে মৃত্যুপুরীতে বসবাস করছে প্রত্যকটি রাজনৈতিক দলের নেতাকর্মী, সমর্থক এবং সাধারণ মানুষ।
তিনি বলেন, বর্তমান প্রতিবন্ধকতা থেকে বেরিয়ে আসার জন্য সরকারকে বা অন্য কাউকে সক্রিয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। এই অসহনীয় অবস্থা থেকে বেরিয়ে আসার একমাত্র পন্থা হচ্ছে দশম জাতীয় সংসদ নির্বাচন স্থগিত করা।
Discussion about this post