নিজস্ব প্রতিবেদক: রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতির বিষয়ে আমরা আশাবাদী বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
আজ মঙ্গলবার (২৭ মার্চ) সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
এর আগে বেলা ১১টা থেকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের সঙ্গে বৈঠক করে বিএনপির তিন সদস্যের একটি প্রতিনিধিদল। এই দলের নেতৃত্ব দেন নজরুল ইসলাম খান।
বৈঠক শেষ করে বাইরে অপেক্ষমাণ সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নজরুল ইসলাম খান। তিনি বলেন, ‘২৯ মার্চ সোহরাওয়ার্দী উদ্যানে জনসভার অনুমতির ব্যাপারে আমরা আশাবাদী। আমরা ডিএমপি কমিশনারকে বারবার অনুরোধ করেও সাড়া না পেয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে এসেছি। তিনি হলেন পুলিশের অথরিটি। আমরা তাঁর কাছে সমাবেশের অনুমতির বিষয়ে সহায়তা চেয়েছি। তিনি সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে একটি উদ্যোগ নেবেন বলে আমাদের জানিয়েছেন। তাঁর রেসপন্স ছিল কোয়াইট পজিটিভ। আমরা আশা করি, অনুমতি পাব।’
নজরুল ইসলাম খান আরো বলেন, ‘বিএনপি একটি বৃহৎ গণতান্ত্রিক রাজনৈতিক দল। সভা-সমাবেশ করা আমাদের সাংবিধানিক ও রাজনৈতিক অধিকার। গণতান্ত্রিক পরিবেশ থাকলে আমরা সমাবেশের অনুমতি পাবই। এটা আমাদের বিশ্বাস। এ ছাড়া আমাদের সারা দেশের নেতানেত্রীদের গ্রেপ্তারের বিষয়ে কথা বলেছি। আমাদের নারী নেত্রীদের ও অসহায় কর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে এবং তাঁদের দীর্ঘদিন কারাগারে রাখা হচ্ছে, তাঁদের জামিন হচ্ছে না। আমরা এ বিষয়টার প্রতিকার চেয়েছি।’
সমাবেশের অনুমতি পাওয়ার বিষয়ে বিএনপি কতটা আশাবাদী—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে নজরুল ইসলাম খান বলেন, ‘আমরা আশাবাদী, আশা নিয়েই থাকতে চাই। আমরা শান্তিপূর্ণ কর্মসূচি পালনে বিশ্বাসী।’
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি ও শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচি পালনের অনুমতির বিষয়ে আলোচনা করতে আজ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এ বৈঠক করেন বিএনপির নেতারা।
প্রতিনিধিদলের নেতৃত্ব দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বাকি দুই সদস্য হলেন ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন ও আলতাফ হোসেন।
Discussion about this post