ডেস্ক রিপোর্ট
সারাদেশে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) জন্য সরকারিভাবে নিয়োগ পাওয়া পরিবহন পুলের ৪৬৬ জন চালক নিয়োগ কার্যক্রম স্থগিত করেছেন হাইকোর্ট। ফলে মাস্টার রোলে (দৈনিক মজুরি ভিত্তিতে) কর্মরত চালকদের নিয়োগ পাওয়ার সম্ভাবনা বাড়ল।
একই সঙ্গে পরিবহন পুলের কমিশনার মো. মিজানুর রহমান ও পরিবহন পরিচালক আহমেদ ফয়সালের বিরুদ্ধে কেন অভিযোগ আনা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।

পরিবহন পুলের কমিশনার ও পরিবহন পরিচালকসহ সংশ্লিষ্টদেরকে ওই রুলের জবাব দিতে বলা হয়েছে।এক রিট আবেদনের শুনানি নিয়ে মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) হাইকোর্টের বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ও তার সঙ্গে ছিলেন আবদুস সাত্তার পালোয়ান।
Discussion about this post