বিডি ল নিউজঃ
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া পুলিশকে সরকারি দলের আনুগত্য থেকে বেরিয়ে আসতে বলেছেন। তিনি বলেছেন, দেশটা কার্যত পুলিশি রাষ্ট্রে পরিণত হয়েছে। এ অবস্থা চলতে পারে না। আজ সোমবার গুলশান কার্যালয় থেকে বের হওয়ার জন্য খালেদা জিয়া যখন প্রস্তুতি নিচ্ছিলেন, তখন কার্যালয়ের ফটকে পুলিশ তালা লাগিয়ে দেয়। বিএনপির নেতা–নেত্রীরা ওই তালা ভাঙতে গেলে পুলিশ পেপার স্প্রে ব্যবহার করে। এ ঘটনার অল্প কিছুক্ষণ পরই খালেদা সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন।
বক্তব্যের একপর্যায়ে খালেদা জিয়া পুলিশকে উদ্দেশ করে বলেন, ‘কেন রে ভাই, গ্যাস কেন মারা হচ্ছে? আমি তো কথা বলছি। কথাও কি আপনারা বলতে দেবেন না?’
পুলিশ বাহিনীতে সরকারের এজেন্ট ঢুকে গেছে মন্তব্য করে খালেদা জিয়া বলেন, একটি বিশেষ জেলার লোককে পুলিশ বাহিনীতে ঢোকানো হয়েছে। তিনি ফটকের বাইরে দাঁড়ানো পুলিশের সদস্যদের উদ্দেশ করে বলেন, ‘বেশি বাড়াবাড়ি করবেন না। বাড়াবাড়ি বেশি দিন টিকবে না। এর পরিণতি ভোগ করতে হবে।’
খালেদা জিয়া বলেন, এখানে এমন কী হলো যে নারীদের ওপর পেপার স্প্রে করতে হবে? তিনি পুলিশ সদস্যদের বলেন, তাঁদেরও মা–বোন আছে। তাঁরা এই দৃশ্য দেখলে তাদের (পুলিশের) সম্পর্কে খারাপ ধারণা করবে।
Discussion about this post