নিজস্ব প্রতিবেদক: নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নেই দাবি করে জাতীয় ঐক্যফ্রন্টের মুখপাত্র ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার ও নির্বাচন কমিশন (ইসি) মিলে নির্বাচন বানচালের চেষ্টা করছে। এমতাবস্থায় সিদ্ধান্ত এখন জনগণের হাতে। একমাত্র জনগণই পারে ভোটের মাধ্যমে এই অবস্থার উত্তরণ ঘটাতে।
মঙ্গলবার বেলা ১২টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে ইসির সঙ্গে জাতীয় ঐক্যফ্রন্টের বৈঠক শেষে বেরিয়ে এসে মির্জা ফখরুল এসব কথা বলেন।
তিনি বলেন, সারা দেশে ধানের শীষের প্রার্থীদের ওপর হামলা চালানো হচ্ছে, প্রচারে বাধা দেয়া হচ্ছে এবং গ্রেফতার-মামলা চলছেই। পোস্টার লাগাতে দেয়া হচ্ছে না। কোথাও কোথাও পুলিশের উপস্থিতিতে হামলা করা হচ্ছে। প্রশাসনকে জানিয়েও কোনো প্রতিকার পাওয়া যাচ্ছে। গতকাল মঙ্গলবারও ২৮টি স্থানে হামলা হয়েছে, এতে আমাদের ১৫ প্রার্থী আহত হয়েছেন।
মির্জা ফখরুল বলেন, এসব বিষয় নির্বাচন কমিশনকে জানানো হয়েছে। এখন দেখি তারা কী ব্যবস্থা নেয়। আসলে সরকার এবং এই ইসি মিলে নির্বাচন বানচালের চেষ্টা করছে।
এর আগে দুপুর ১২টায় নির্বাচনের পরিস্থিতি নিয়ে সিইসির সঙ্গে বৈঠকে বসেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেনসহ ১০ নেতা।
বৈঠকে ড. কামালসহ আরও ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, গয়েশ্বর চন্দ্র রায়, গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু, ডা. জাফরুল্লাহ প্রমুখ। এ ছাড়া প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদাসহ অন্য কমিশনাররা উপস্থিত ছিলেন।




Discussion about this post