নিজস্ব প্রতিবেদক: সরকার যদি আইন প্রণয়ন করে এবং যদি রাজনৈতিক দলগুলোর সম্মতি থাকে তাহলে আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হবে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা।
আজ সোমবার সকাল সাড়ে ১০ টার দিকে তিনি এ কথা বলেন।
সিইসি বলেন, প্রশিক্ষণ, সক্ষমতা ও রাজনৈতিক দলগুলোর সম্মতির ওপর নির্ভর করছে আগামী নির্বাচনে ইভিএম ব্যবহার।
এর আগে গত ৩০ অক্টোবর ইভিএমে (ইলেকট্রনিক ভোটিং মেশিন) ভোট গ্রহণের বিধান রেখে আরপিও সংশোধনের প্রস্তাব করেছিল নির্বাচন কমিশন। এবং সেই প্রস্তাব আইন মন্ত্রণালয়ে পাঠানোর কথাও ভলা হয়।
সেই সভার সিদ্ধান্ত সাংবাদিকদের জানানোর সময় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা বলেছিলেন, আগামী ডিসেম্বরে অনুষ্ঠেয় একাদশ সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত এখনও তারা নেননি। সে সময় তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচনে ভালো ফল পেয়েছি। যাতে সংসদ নির্বাচন তা ব্যবহার করা যায় সে প্রস্তুতি নিতেই আমরা আইন সংশোধনের প্রস্তাব করেছি। নির্বাচনে যে ইভিএম ব্যবহার করা হবে সে বিষয়ে সিদ্ধান্ত হয়নি। সংশ্লিষ্টরা সম্মতি দিলে ইভিএম ব্যবহার করা হবে।
Discussion about this post