বিডিলনিউজঃ সরকার কোন বিশৃঙ্খলা না করলে ১৮ দলের গণতন্ত্র অভিযাত্রা শান্তিপূর্ণই থাকবে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন। আজ শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী পেশাজীবী পরিষদ আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি বলেন, সরকার এ কর্মসূচি বানচাল করার উদ্দেশ্যে এবং গণতন্ত্রকে হত্যা করার জন্য সারাদেশে অবরোধ জারি করেছে। সকল শ্রেণী-পেশার মানুষকে হয়রানি ও নির্যাতন করছে। আমরা আমাদের কর্মসূচিতে কোনো সংঘাতময় পরিস্থিতি তৈরি করব না। জনগণের ওপর গুলি চালাবেন না। সরকার কোনো বিশৃঙ্খলা না করলে বিশৃঙ্খলা বা সংঘাত হবে না।
Discussion about this post