নিজস্ব প্রতিবেদক: সরকার মুক্তিযুদ্ধের স্বপ্নকে ধূলিসাৎ করেছে। বর্তমানে ডিজিটাল নিরাপত্তা আইনের মাধ্যমে গণমানুষের স্বপ্ন, বাকস্বাধীনতাকে হত্যা করা হয়েছে। বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ সোমবার সকালে রাজধানীর গুলশানের একটি হোটেলে ডিজিটাল নিরাপত্তা আইন শীর্ষক মতবিনিময় সভায় তিনি একথা বলেন।
ফখরুল বলেন, সরকার দেশে একদলীয় শাসন কায়েমের সব আয়োজন সম্পন্ন করেছে। আমরা উদ্বেগ ও ক্ষোভের সঙ্গে উপলব্ধি করছি- দেশের মানুষের সকল স্বপ্নগুলোকে ভেঙ্গে দেয়া হয়েছে।
তিনি বলেন, মুক্তিযুদ্ধের স্বপ্ন ছিল বহুমাত্রিক গণতান্ত্রিক ব্যবস্থা থাকবে। কিন্তু আজ এগুলো পুরোপুরি ধবংস করে একটি দলের শাসন প্রতিষ্ঠার জন্য সকল আয়োজন সম্পন্ন।
মতবিনিময় সভায় বিভিন্ন দেশের কূটনীতিকরাও উপস্থিত আছেন।
Discussion about this post