৫১. প্রতিদাবী বা কাউন্টার ক্লেইমে কি করা হয়?
⇾ দাবীকে আংশিক বা সম্পূর্ণভাবে অস্বীকার করা হয়
৫২. রিসিভার কে?
⇾ যাকে মোকদ্দমার অধীনস্থ সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য আদালত কর্তৃক নিযুক্ত করা হয়
৫৩. আদি আদালতে সাক্ষ্যের অপর্যাপ্ততার স্বার্থে কোন আদালতে অতিরিক্ত সাক্ষ্য গ্রহণ করা যায়?
⇾ আপীল আদালতে
৫৪. কোন মামলার রায় ঘোষণার স্বার্থে আপীল আদালতে কি গ্রহণ করা যায়?
⇾ অতিরিক্ত সাক্ষ্য
৫৫. নিম্ন আদালত এখতিয়ার বহির্ভূত কাজ করলে কোন আদালত রিভিশন ক্ষমতা প্রয়োগ করতে পারে?
⇾ হাইকোর্ট বিভাগ
৫৬. দেওয়ানী কার্যবিধিতে আপীল অন্তর্ভুক্ত কত ধারায়?
⇾ ধারা ৯৬
৫৭. দেওয়ানী কার্যবিধিতে রিভিশন অন্তর্ভুক্ত কত ধারায়?
⇾ ধারা ১১৫
৫৮. দেওয়ানী কার্যবিধিতে রিভিশনের একক এখতিয়ার শুধুমাত্র কোন আদালতের?
⇾ হাইকোর্ট বিভাগের
৫৯. কোন মামলার বিচার্য বিষয় নির্ধারণ করে পুনরায় বিচার করার জন্য নিম্ন আদালতে প্রেরণ করাকে কি বলে?
⇾ রিমান্ড
৬০. রিমান্ডের উদ্দেশ্যে কোন বিভাগ হতে মামলাটি ফেরত পাঠানো হয়?
⇾ আপীল বিভাগ
Discussion about this post